হীরের খোঁজে ঘর ছেড়েছি, মন বেঁধেছি এক নতুন জালে |
থমকে গেছে চরণ দুটি , বিভোর তোমার রূপের ঢলে ||
সুন্দর তারুণ্য লাবণ্য ভরা তুমি, সমুদ্র সৈকত তোমার বাহার |
স্নিগ্ধ শোভন শীতল আমেজ, ব্যাকুল করে হৃদয় আমার ||
জোৎস্না রাতে চাঁদের আলো, অরূপ তোমার অলংকার |
তোমার অকৃত্রিম স্নেহ স্পর্শ , মোদের গর্ব অহংকার ||
তোমার গুনে মুগ্ধ ভুবন, আসছে ছুটে তোমার টানে |
ছয়-দশকের অনেক গাঁথা, লেখা আছে তোমার গানে ||
তোমার খ্যাতি বিশ্বজুড়ে, ধন্য আমি তোমায় পেয়ে |
প্রাক্তনীদের হৃদয় জুড়ে, আছো তুমি নবীন হয়ে ||
শিক্ষার আলোয় উদ্ভাসিত করো, লক্ষ কোটি ছাত্র জীবন |
হে NITK আজ যে তোমার, হীরক জয়ন্তী উদযাপন ||