ও ভাই হাওয়া , জোড় লাগা তুই জোরে
যাবো বহুদূর ,সব ডাক দিয়েছে মোরে ।
বিনা জলে বর্ষাকালে কৃষক বন্ধুর অশ্রুঝরে
হয়তো হয়ে আছে সব হাহাকার
আজি আমার খুনে রাঙ্গাবো তারে
করবো সবার উদ্ধার ।
চলো জোর লাগা ভাই হাওয়া
ঠেলে নিয়ে চল মোরে
যেন হাঁসি মুখে সবাই জাগে
ফুল ফোটে যেন ভোরে
আমি চাতক ভাইয়ের পিপাসানাশক
আমার অশ্রু তাঁহার জীবন
আমি সবুজের সাথি
আমি হাসিমুখে করি তেষ্টা নিবারণ ।