ধুত্তেরি , কলমের কালি শেষ
দুঃখের কবি কেমনে পাবে রবি
বেশ হয়েছে বেশ !
চোরাবালি করে চুরি
লয়ে যায় তারে বহুদূর
খালি ভুঁড়ি তবু মুড়ি
কেঁপে তুলেছে ভাবনার সুর ।
কবিতা কোথায় হারিয়ে গেলে তুমি ?
ওহে হরি হায় আমি অসহায়
এক হারিয়ে যাওয়া কবি ।
মনে কলরব হারিয়েছি সব
তবু হারাধন হারানো ধন খোঁজে
অনেকদিন বাদ কবি কবি ভাব
বাংলার মধুরসে ।
দেখি খুঁজে ভাই যদি তারে পাই
মনে ভাসে তার ছবিটা
সব পুড়ে ছাই তবু তারে চাই
আমার হারিয়ে যাওয়া কবিতা ।